News

image

শ্যামবাজার টেনিস ক্লাবের উদ্যগে আয়োজিত হতে চলেছে ফ্রানচাইজি টেনিস টুর্নামেন্ট

শ্যামবাজার টেনিস ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষেই এই টুর্নামেন্টের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ তারা দেন। এদিনে অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের জার্সি উন্মোচন ও টিম তৈরী করা হয়। জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কোলকাতার বিভিন্ন টেনিস ক্লাবের প্রশিক্ষিতরাই এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুহিন চ্যাটার্জি, শীর্ষেন্দু চক্রবর্তী, রাজীব গাইন। উদ্যোক্তাদের পক্ষ থেকে শীর্ষেন্দু চক্রবর্তী বলেন, উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার সমস্ত টেনিস ক্লাবের খেলোয়াড়দের সামনে এটা একটা বড়ো সুযোগ। তিনি বলেন, সরকার ও অভিভাবকেরা ক্রিকেট নিয়ে যত ব্যস্ত তার সামান্য উদ্যোগও টেনিস নিয়ে দেখা যায় না। ফলে টেনিস খেলা স্পন্সর পাওয়া যায় না। তিনি সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু দিনের শেষে আমরা সবাই সবার বন্ধু। এই স্পিরিট নিয়েই খেলতে নামা উচিত। অন্য একজন কর্মকর্তা বলেন, এটা একটা বিরাট ইভেন্ট। সমস্ত কোলকাতা জুড়ে খেলোয়াড়রা এখানে সমবেত হবে। আগামী কয়েকদিন চলবে সেই প্রতিযোগিতা। বুধবার থেকেই সেই প্রতিযোগিতাড় উন্মাদনা শুরু হয়ে গেছে। এ বছর শুরু হলেও আগামী বছর আমরা আরো বড়ো করে এই প্রতিযোগিতা করবো। কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয় এ বছর শুরু করেছি আমরা। আগামী বছর আরো বৃহত্তর ভাবে করতে পারবো। এবার একজন স্পন্সর পাওয়া গেছে। আশা করা যায় আগামী বছর আরো স্পন্সর আসবেন। মোট ৮টি টিম অংশগ্রহণ করছেন এখানে। তাদের প্রত্যেকের দলে থাকবে ১২ জন করে খেলোয়াড়। এই ৮ দলের মধ্য থেকে ৪টি দল গোল্ড প্লেট ও অন্য ৪টি দল পাবে সিলভার প্লেট পাবে । এছাড়াও আছে আর্থিক পুরস্কার। গোল্ড প্লেট অর্জনকারীরা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ও সিলভার প্লেট অর্জনকারীরা প্রত্যেকে ৩০ হাজার টাকা করে পুরস্কার পাবেন। এছাড়াও যারা ফাইনালে যাবেন তাদের বিজয়ী ২৫ হাজার টাকা ও রানার্স খেলোয়াড়েরা পাবেন ১৫ হাজার টাকা করে পুরস্কার পাবেন । রাতে ফ্ল্যাড লাইট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শ্যামবাজার টেনিস ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষেই এই টুর্নামেন্টের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ তারা দেন। এদিনে অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের জার্সি উন্মোচন ও টিম তৈরী করা হয়। জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কোলকাতার বিভিন্ন টেনিস ক্লাবের প্রশিক্ষিতরাই এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুহিন চ্যাটার্জি, শীর্ষেন্দু চক্রবর্তী, রাজীব গাইন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে শীর্ষেন্দু চক্রবর্তী বলেন, উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার সমস্ত টেনিস ক্লাবের খেলোয়াড়দের সামনে এটা একটা বড়ো সুযোগ। তিনি বলেন, সরকার ও অভিভাবকেরা ক্রিকেট নিয়ে যত ব্যস্ত তার সামান্য উদ্যোগও টেনিস নিয়ে দেখা যায় না। ফলে টেনিস খেলা স্পন্সর পাওয়া যায় না। তিনি সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু দিনের শেষে আমরা সবাই সবার বন্ধু। এই স্পিরিট নিয়েই খেলতে নামা উচিত।

অন্য একজন কর্মকর্তা বলেন, এটা একটা বিরাট ইভেন্ট। সমস্ত কোলকাতা জুড়ে খেলোয়াড়রা এখানে সমবেত হবে। আগামী কয়েকদিন চলবে সেই প্রতিযোগিতা। বুধবার থেকেই সেই প্রতিযোগিতাড় উন্মাদনা শুরু হয়ে গেছে। এ বছর শুরু হলেও আগামী বছর আমরা আরো বড়ো করে এই প্রতিযোগিতা করবো।

কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয় এ বছর শুরু করেছি আমরা। আগামী বছর আরো বৃহত্তর ভাবে করতে পারবো। এবার একজন স্পন্সর পাওয়া গেছে। আশা করা যায় আগামী বছর আরো স্পন্সর আসবেন।

মোট ৮টি টিম অংশগ্রহণ করছেন এখানে। তাদের প্রত্যেকের দলে থাকবে ১২ জন করে খেলোয়াড়। এই ৮ দলের মধ্য থেকে ৪টি দল গোল্ড প্লেট ও অন্য ৪টি দল পাবে সিলভার প্লেট পাবে । এছাড়াও আছে আর্থিক পুরস্কার। গোল্ড প্লেট অর্জনকারীরা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ও সিলভার প্লেট অর্জনকারীরা প্রত্যেকে ৩০ হাজার টাকা করে পুরস্কার পাবেন। এছাড়াও যারা ফাইনালে যাবেন তাদের বিজয়ী ২৫ হাজার টাকা ও রানার্স খেলোয়াড়েরা পাবেন ১৫ হাজার টাকা করে পুরস্কার পাবেন । রাতে ফ্ল্যাড লাইট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *